সুচিন্তা স্টুডেন্ট উইং এর উদ্যোগে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন

0
445
সুচিন্তা স্টুডেন্ট উইং এর উদ্যোগে 'নো মাস্ক, নো সার্ভিস' ক্যাম্পেইন
সুচিন্তা স্টুডেন্ট উইং এর উদ্যোগে 'নো মাস্ক, নো সার্ভিস' ক্যাম্পেইন উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (ডা.) জুলফিকার আহমেদ আমিন।

খবর৭১ঃ সুচিন্তা স্টুডেন্ট উইং এর উদ্যোগে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন শুরু হলো। করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আজ সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (ডা.) জুলফিকার আহমেদ আমিন।

তিনি বলেন, ‘এই মুহুর্তে মাস্ক ছাড়া আমাদের বিকল্প নেই। তাই মাস্ক ব্যবহার অপরিহার্য। মাস্ক ছাড়া কেউ সেবা নিতে আসলে তাকে সেবা দেয়া হবে না। মাস্ক ব্যবহারে আমাদের সকলকেই নিজ নিজ জায়গা থেকে উদ্ভুদ্ধ হতে হবে’। এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের হেপাটলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সচেতনতা।

সবাই যদি মাস্ক ব্যবহার করেন তবে করোনার সংক্রমণ অনেক কমে যাবে। করোনা মোকাবিলায় সচেতনতামূলক ক্যাম্পেইন অত্যন্ত জরুরি। তাই ভাইরাস মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’। এই ক্যাম্পেইন আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ নাজমুল করিম, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ ডাঃ শেখ মোঃ নুর-ই-আলম ডিউ ও সহকারী পরিচালক (হাসপাতাল) ডাঃ পবিত্র কুমার দেবনাথ।

সকালে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সুচিন্তা স্টুডেন্ট উইং’র কর্মীরা হাসপাতালে বহি: বিভাগে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি জনগনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here