স্কুলের মূল্যায়নেই পরবর্তী ক্লাসে যাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

0
366
১৫ নভেম্বর থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আভাস

খবর৭১ঃ করোনার প্রভাবে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে প্রাথমিকের শিক্ষার্থীদের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন না হওয়ায় স্ব-স্ব বিদ্যালয় মূল্যায়নের ভিত্তিতে সব শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি। এ সময়ের মধ্যে যদি আমরা করোনামুক্ত হতে পারি, তাহলে বাকি থাকছে মাত্র ১১ দিন। এ সময়ের মধ্যে সিলেবাস শেষ করা সম্ভব না হলে আমরা বলে দিয়েছি স্ব-স্ব বিদ্যালয় মূল্যায়নের ভিত্তিতে করবে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে সরকার। ছুটির পর চলতি শিক্ষাবর্ষের মোট ১১ দিন সময় রয়েছে। এরমধ্যে ২৫ ডিসেম্বর বড়দিন এবং ২৬ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। ফলে কর্মদিবস থাকছে মাত্র নয় দিন। এ সময়ের মধ্যে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন সম্ভব হবে না। আর তাছাড়া ১৯ ডিসেম্বরের পর প্রাথমিকে ক্লাস চলে না, বাকি দিনগুলো পরীক্ষা ও মূল্যায়নের প্রস্তুতির জন্য নির্ধারিত থাকে। তাই প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্ব-স্ব বিদ্যালয় মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে।’

চলতি বছরে করোনার প্রভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে মূল্যায়নের নির্দেশনা দেয়া রয়েছে। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। নভেম্বরে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল। এছাড়া গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে বাতিল করে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here