করোনামুক্ত মোশাররফ, সেরে উঠছেন নাছির

0
300
করোনামুক্ত মোশাররফ, সেরে উঠছেন নাছির

খবর৭১ঃ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি করোনামুক্ত হয়েছেন। হাসপাতাল থেকে আগামীকাল শনিবার তাকে রিলিজ দেয়া হবে এবং এরপরই তিনি ঢাকার বাসায় যাবেন। সেখানে সপ্তাখানেক কোয়ারেন্টাইনে থেকে চট্টগ্রামে ফিরবেন।

অন্যদিকে, চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও সুস্থ হয়ে উঠেছেন। তিনি চট্টগ্রামের পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। তাকেও দু-একদিনের মধ্যে রিলিজ দেয়া হতে পারে। খবর বাসসের।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মোহাম্মদ নুর খান জানান, স্যার বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গত বৃহস্পতিবার চতুর্থ বারের মতো তার নমুনা নেয়া হয়। আজ এই রিপোর্টও নেগেটিভ আসে। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ আগামীকালই তাকে রিলিজ দেবেন। ডাক্তারের পরামর্শে তিনি ঢাকার বাসায় ৬/৭ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর চট্টগ্রামে ফিরবেন।’

শরীরে জ্বর থাকায় গত ৭ অক্টোবর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নমুনা পরীক্ষা করা হয় ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ল্যাবে। সেখানে রিপোর্ট পজিটিভ আসায় সেদিনই তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এখনো সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

এদিকে, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের শারীরিক অবস্থা জানাতে গিয়ে পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার ডা. তালুকদার জিয়াউর রহমান শরীফ শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের শারীরিক অবস্থা স্বাভাবিক। তার পরীক্ষার কিছু রিপোর্ট আজ রাতে ও কাল সকালে আসবে। ডাক্তাররা সেসব দেখে সিদ্ধান্ত জানাবেন।’

ডা. শরীফ আশা করেন, ‘তার মধ্যে করোনার কোনো উপসর্গ বা অন্য কোনো জটিলতা নেই। আশা করি, দু-একদিনের মধ্যে তাকে রিলিজ করে দেয়া হবে।’

প্রসঙ্গত, কয়েকদিন জ্বর থাকার পর পরীক্ষা করালে সাবেক মেয়র নাছিরের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ৩ অক্টোবর সকালে তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয় এবং ওইদিন সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here