কয়েকশ মিলিয়ন ডোজ ভ্যাকসিন এই বছরেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
348
কয়েকশ মিলিয়ন ডোজ ভ্যাকসিন এই বছরেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

খবর৭১ঃ করোনাভাইরাস মহামারির ভ্যাকসিনের কয়েকশ মিলিয়ন ডোজ চলতি বছরেই উৎপাদিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা আশা করছে, ২০২১ সালের মধ্যে এই মাত্রা দুই বিলিয়ন ডোজে পৌঁছে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একবার ভ্যাকসিন অনুমোদনের পর প্রথম ডোজ কাকে নেওয়া উচিত সে বিষয়ে পরিকল্পনা হাতে নিয়েছে। স্বাস্থ্যকর্মীদের সবার আগে এই ভ্যাকসিন পাওয়া উচিত বলে জানান তিনি। এছাড়া বয়স্ক ও অন্যান্য অসুস্থতাজনিত সমস্যায় যারা ভুগছেন তারা ভ্যাকসিন আগে পাবে।

সৌম্য স্বামীনাথন বলেন, বিশ্বজুড়ে গবেষকরা ২০০টিরও বেশি ভ্যাকসিনের উপর পরীক্ষা করছেন। এর মধ্যে মানব দেহের ট্রায়ালে আছে ১০টি ভ্যাকসিন। আমরা যদি খুব ভাগ্যবান হয়ে থাকি তবে এই বছরের শেষের আগে একটি বা দুটি সফল ভ্যাকসিন প্রার্থী থাকবে।

তিনি বলেন, আমি আশাবাদী। তবে ভ্যাকসিনের সম্পূর্ণ সফলতা একটি জটিল উদ্যোগ। এটি অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে আসে। তবে ভালো কথাটি হলো প্রথমটি ব্যর্থ হলেও দ্বিতীয়টি হয়তো ব্যর্থ হবে না। যদি দ্বিতীয়টি ব্যর্থ হয় তাহলেও আশা হারানো উচিত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here