কলকাতায় নিখোঁজ হওয়া সাংবাদিক হারুন রশীদ উদ্ধার

0
222

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
নিখোঁজের ৬ দিন পর অজ্ঞান অবস্থায় ভারতের কলকাতা যাদবপুর এলাকা থেকে ছাতকের সাংবাদিক সৈয়দ হারুন অর রশীদকে উদ্ধার করেছে কলকাতা পুলিশ। গতকাল সোমবার ভোরে সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র সৈয়দ রুমান রশীদ জামি। গত ১৪ সেপ্টেম্বর কলকাতার ফেয়ারলি প্লেস এলাকা থেকে নিখোঁজ হন ছাতক প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি সৈয়দ হারুন অর রশীদ। গত ১১ নভেম্বর ভ্রমনের উদ্দেশ্যে সৈয়দ হারুন অর রশীদ তার জ্যেষ্ঠ পুত্র সৈয়দ রুমান রশীদ জামিকে নিয়ে বাংলাদেশের জাফলং হয়ে ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। ওই দিন শিলংয়ে অবস্থান করে পরদিন তিনি ছেলেকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। কলকাতায় চিকিৎসা নিতে আসা তার ভায়রা ভাই ও শালিকার ভাড়াটে বাসায় উঠেন পিতা-পুত্র। বুধবার দেশে ফেরার উদ্দেশ্যে পুত্রকে নিয়ে বাসা থেকে বের হয়ে রেল ষ্টেশনে যান তিনি। ষ্টেশনে গিয়ে টিকেটের জন্য পুত্র জামিকে লাইনে দাড় করিয়ে তিনি নিকটস্থ যাদবপুর ফেয়ারলি প্লেস এলাকার একটি মানি একচে থেকে ডলার ভাঙ্গাতে যান। এখান থেকেই তিনি নিখোঁজ হন।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here