তরিকুল ইসলামের মৃত্যুতে শোকে কাতর চৌগাছার সর্বস্তরের মানুষ

0
233

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ জননেতা তরিকুল ইসলাম আর কখনও আমাদের মাঝে ফিরে আসবেনা এ কথা ভাবতেও কষ্ট লাগছে। যে মানুষটি এ জনপদের মানুষের কল্যানে নিরালস ভাবে কাজ করে গেছেন, এখন যে দিকে চোখ যায় সেদিকেই প্রিয় নেতার হাতের স্পর্শ দেখা যায় সে আজ আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তার স্মৃতিচারনে অঝরে কাঁদলেন বিএনপিসহ অসংখ্য সাধারণ মানুষ। বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, রবিবার বিকাল ৫ টার দিকে তরিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে চৌগাছার সর্বস্তরের মানুষের মাঝে দেখা যায় স্বজন হারানোর আর্তনাদ। তরিকুল ইসলাম কতটা আপনজন ছিলেন চৌগাছার মানুষের কাছে তার প্রমান মিলেছে সোমবার তার জানাজায় অংশ নেয়ার দৃশ্য দেখে। সোমবার খুব সকাল থেকে চৌগাছা শহর ও শহরতলীতে প্রিয় নেতার মৃত্যুর খবর ও জানাজার সময় উল্লেখ করে স্থানীয় বিএনপি প্রচার মাইক বের করেন। সকাল ৮ টার পর থেকে মানুষ যে যেমন ভাবে পেরেছে ছুটে গেছেন যশোর টাউনহল ময়দানে। প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের এই ¯্রােত প্রায় সারা দিনই দেখা যায়। বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, মটরসাইকেল এমনকি নছিমন করিমন ইজিবাইক যোগে মানুষ ছুটেছেন যশোর শহরে। প্রতিটি মানুষের মুখে একই শব্দ আমরা অভিভাবকহীন হয়ে গেলেম। উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউনুচ আলীসহ একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, জননেতা তরিকুল ইসলাম শুধু দলের নেতাই ছিলেনা তিনি ছিলেন আমাদের অভিভাবক। চৌগাছা বিএনপি আজ অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপিকে এই অবস্থানে নিয়ে আসার পিছনে তরিকুল ইসলামের ভুমিকা ভাষায় প্রকাশ করার মত নই। তিনি চৌগাছাবাসির জন্য যে অভুতপূর্ব উন্নয়ন করেছেন তা আর কখনও হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। চৌগাছা-ঝিকরগাছা, চৌগাছা-মহেশপুর, চৌগাছা-কোটচাঁদপুর, চৌগাছা-যশোর সড়ক নির্মান তার হাত দিয়ে। চৌগাছা পৌরসভা প্রতিষ্ঠা করেন জননেতা তরিকুল ইসলাম। এ সব উন্নয়ন এখন শুধুই স্মৃতি হয়ে থাকবে। নেতৃবৃন্দ বলেন, তরিকুল ইসলামের মৃত্যু কেউ বিশ্বাস করতে পারছে না। তার মৃত্যু খবরে গোটা উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবরে উপজেলার সর্বস্তরের মানুষ খুব সকাল থেকেই তার প্রতি শেষ শ্রদ্ধা জানতে ছুটে গেছেন যশোর শহরে। উল্লেখ্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেকমন্ত্রী, দক্ষিন বঙ্গের গনমানুষের নেতা যশোর উন্নয়নের রুপকার জননেতা তরিকুল ইসলাম রবিবার বিকাল ৫ টার দিকে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here