চিত্রাংকন শিশুদর মধা বিকাশর অন্যতম মাধ্যম —প্রফসর ড. কবির চধুরী

0
310

খবর৭১ঃহাফিজ মজুমদার ট্রাস্ট-এর একাডমিক কাউন্সিল চয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফসর ড. কবির এইচ চধুরী বলছন, চিত্রাংকন শিশুদর মধা বিকাশর অন্যতম মাধ্যম। শিশুরা হছ কাদামাঠির মতা, তাদর যভাব গড় তালা যায় সভাব গড় উঠ। কামলমতি শিশুদর সুপ্ত প্রতিভা বিকাশ এই ধরনর প্রদর্শনী অনন্য ভুমিকা রাখব। তিনি লার্সহোম সাপ্লাই ক্যাম্পাস আয়াজিত তিনদিনব্যাপী চিত্রপ্রদর্শনী উদ্বাধনকাল প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলন।
গতকাল ৯ নভম্বর সকাললার্সহাম ুসাপ্লাই ক্যাম্পাস কজি ১ম থক স্ট্যান্ডার্ড ৫ম পর্যন্ত শিক্ষার্থীদর ৮২টি ছবি ও শিক্ষকদর ২০টি ছবি নিয় তিনদিনব্যাপী এই চিত্রপ্রদর্শনী উদ্বাধন করা হয়। উদ্বাধনী অনুষ্ঠান বিশষ অতিথি হিসব ছিলন লার্সহাম ঈদগাহ ক্যাম্পাস-এর অধ্যক্ষ ব্রিগডিয়ার জনারল জুবায়র সিদ্দিকী (অব.), লার্সহাম সাপ্লাই ক্যাম্পাসর অধ্যক্ষ আক্তারী বগম, মজরটিলা ক্যাম্পাসর অধ্যক্ষ নাজমুল বারী জামালী, শিবগঞ্জ ক্যাম্পাসর অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস, হাফিজ মজুমদার ট্রাস্ট-এর সচিব লাকমান উদ্দিন চধুরী । এসময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলন স্কালাহোম মজরটিলা ক্যাম্পাসর ভাইস প্রিন্সিপাল নাহিদা খান, দক্ষিণ সুরমা ক্যাম্পাসর ভাইস প্রিন্সিপাল রামানা চধুরী, সাপ্লাই ক্যাম্পাসর একাডমিক প্রধান নাগ, দক্ষিণ সুরমা ক্যাম্পাসর একাডমিক প্রধান কাজী শাহাদা, পাঠানটুলা ক্যাম্পাসর প্রাথমিক শাখা প্রধান জবুনছা জীবন প্রমূখ। প্রদর্শনী সম^য়কর দায়িত্ব পালন করন চারুকলা শিক্ষক বিজয় রায়, দিপালী দাস, পামল বলি, থাওদাম
মলিলার্সহোম স্কাপ্লাই ক্যাম্পাস আয়াজিত তিনদিনব্যাপী চিত্রপ্রদর্শনী ফিতা কট উদ্বাধন করছন হাফিজ মজুমদার ট্রাস্ট-এর একাডমিক কাউন্সিল চয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফসর ড. কবির এইচ চধুরী
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here