ঈশ্বরগঞ্জে এলডিপি’র সংবাদ সম্মেলন

0
216

ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় কর্মীদের ওপর অতর্কিত হামলা ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার লক্ষীগঞ্জ বাজারে আঞ্চলিক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এলডিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম. এ. বাশার।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি তেলুয়ারি চৌরাস্তায় পোষ্টার লাগাতে থাকে এলডিপির কিছু কর্মী। পোস্টার লাগানোর সময় কিছু বখাটে ছেলে এলডিপির কর্মী মোহাইমিনুল ইসলাম টিপু, আজিজুর রহমান, তপন সূত্রধর ও অটো বাইক চালক আব্দুল জলিলের ওপর অতর্কিত হামলা, মারধর করে পোস্টার ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোন পোস্টার লাগাতে দেয়া হবেনা বলেও বখাটেরা হুমকি দেয়। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, এলডিপি নেতা আব্দুর রাশিদ সরকার প্রমুখ ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here