হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুটকি ব্রীজে ফাটল যাত্রীদের সীমাহীন দুর্ভোগ

0
251

মঈনুল হাসান রতন,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ বানিয়াচং আ লিক সড়কের সুটকি নদীর উপরে অবস্থিত বেইলী ব্রীজটি বিকল হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত ব্রীজের বেশ কয়েকটি পাটাতনে ফাটল দেখা দিলেও ঝুকি নিয়ে যানবাহন চলাচল করে আসছে ব্রীজটি দিয়ে। গতকাল সোমবার সকাল থেকে ব্রীজের পাটাতনে বড় ধরনের ফাটল দেখা দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আর এতে করে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এমতাবস্থায় যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মালামাল নিয়ে হবিগঞ্জ থেকে বানিয়াচঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাহন নিয়ে ব্যবসায়ীরা পড়েছেন বেশি বিপাকে। স্থানীয় সুত্রে জানা যায়, হবিগঞ্জ বানিয়াচং আ লিক সড়কে সুটকি নীদর উপরে অবস্থিত বেইলি ব্রীজটি সবার কাছে সুটকি ব্রীজ নামেই পরিচিত। ব্রীজ নির্মাণের পর দীর্ঘদিন পার হয়ে যাওয়ার ও ভারী যানচলাচলের কারণে সম্প্রতি ব্রীজটি ঝুকিপুর্ণ হয়ে পড়ে। পাটাতনে ফাটল দেখা দিলেই মাঝে মধ্যে ব্রীজের কয়েকটি পাটাতন মেরামত করা হয়। যা বলা যায় জোড়া তালিয়ে দিয়েই চালানো হচ্ছে। বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার প্রায় ২ লাখেরও অধিক মানুষের এক মাত্র চলাচলের অন্যতম মাধ্যম হচ্ছে এ ব্রীজটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজের পাটাতন ও রেলিংয়ে গ্যাসের ঝালাই দিয়ে মেরামতের কাজে ব্যস্ত রয়েছেন সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীরা। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্তকর্তারা জানিয়েছেন, ব্রীজটি সম্পুর্ণ রুপে মেরামত করতে আরও দুই এক দিন সময় লাগতে পারে। তবে যে গতিতে কাজ এগিয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে দ্রুতই সম্পন্ন করা হবে। এদিকে, ব্রীজের দুই পাড়ে বিভক্ত হয়ে এক পাড় থেকে অন্যপাড়ে গিয়ে অন্য যানবাহন দিয়ে গন্তব্যে পৌছতে হচ্ছে সাধারণ যাত্রীদের। আর এ সুযোগ কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এক শ্রেণীর অসাধু চালকরা। এমনই অভিযোগ করেছেন ফরহাদ হোসেন নামে এক যাত্রী। তিনি জানান, হবিগঞ্জ থেকে বানিয়াচং যেতে যে ভাড়া দিতে হয় সে ভাড়া দিয়ে সুটকি ব্রীজ পর্যন্ত গিয়েছেন। পরে অন্য গাড়ি দিয়ে আবার সমান ভাড়া দিয়ে বানিয়াচং যেতে হচ্ছে। জুয়েল চৌধুরী নামে অপর আরেক যাত্রী জানান, সুটকি ব্রীজটি মেয়াদ উত্তীর্ণ হলেও সরকার এই গুরুপ্তপুর্ণ ব্রীজটি নির্মাণে কোন উদ্যোগ গ্রহন করছেন না। তিনি আরও জানান, এ ব্রীজটি দিয়ে দুইটি উপজেলার মানুষ চলাচল করে। ব্রীজটি দ্রুত ভাল করে সংস্কার করা না হলে বড় ধরণের দূর্ঘটনার শংকা রয়েছে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here