কিম কে নিজের গাড়িটি দেখালেন ট্রাম্প

0
275

খবর৭১:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক হলো গতকাল মঙ্গলবার। বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

পাশাপাশি উভয় নেতার মধ্যাহ্নভোজ ও অন্যান্য বিষয়ও উঠে এসেছে গণমাধ্যমে।
ট্রাম্প-কিম বৈঠকের পর ট্রাম্প তার লিমোজিন গাড়িটি দেখিয়েছেন কিম জং উনকে। উভয় নেতার মধ্যাহ্নভোজ ছিল বিশেষ। তাদের জন্য পরিবেশন করা হয় নানা ঐতিহ্যবাহী খাবার। সেই মধ্যাহ্নভোজ শেষে হঠাৎই কিমকে বিপুল নিরাপত্তায় সজ্জিত গাড়ির সামনে নিয়ে আসেন।

ট্রাম্পের গাড়িটির ভেতরের অংশ দেখার পর কিমকে হাসি মুখে দেখা যায়।

মার্কিন প্রেসিডেন্ট যে গাড়িটি ব্যবহার করেন, তার ডাকনাম দ্য বিস্ট। এটি নানা কারণে বিখ্যাত। ১৬ লাখ ডলার মূল্যের গাড়িটি সামরিক ধাঁচে রাসায়নিক হামলা থেকে সুরক্ষাযুক্ত রেখে তৈরি করা হয়েছে।

এছাড়া এটি বুলেটনিরোধী। বিদেশে সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট এটি বিমানে নিয়ে যান।
মধ্যাহ্নভোজের পর ট্রাম্প-কিম যখন যাচ্ছিলেন তখন মার্কিন পতাকা সাটিয়ে রাখা লিমোজিন গাড়ির পাশে সিক্রেট সার্ভিসের এজেন্টরা দাঁড়িয়ে রয়েছেন। ট্রাম্প-কিম কাছাকাছি যাওয়ার পর ট্রাম্পের ইশারায় গাড়ির দরজা খুলে দেন এক সিক্রেট সার্ভিস সদস্য। এ সময় ভেতরের অংশ একটু দেখে নেন কিম।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here