সাকিবদের সংগ্রহ ১৭২ রান

0
302

খবর ৭১ঃআইপিএলের ৫৪তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৭৩ রানের টার্গেট দিল সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদ।

এই ম্যাচে জয়ের বিকল্প নেই কলকাতার। দিনেশ কার্তিকদের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। এদিন হেরে গেলে আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে যেতে পারে কলকাতা।

আগের ১৩ খেলায় ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফের খেলা নিশ্চিত করেছে সাকিবদের হায়দরাবাদ। এই ম্যাচে হেরে গেলেও তাদের কোনো সমস্যা হবে না।

শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে হায়দরাবাদ। ওপেনিং জুটিতে ৭৯ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন শেখর ধাওয়ান ও শ্রীবৎস গোস্বামী। ২৬ বলে ৩৫ রান করে ফেরেন গোস্বামী।

এরপর তিনে ব্যাটিংয়ে নামা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন ধাওয়ান। ১৭ বলে ৩৬ রান করে ফেরেন হায়দরাবাদের এ অধিনায়।

তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। প্রসিদ কৃষ্ণার গতির মুখে পড়ে একের পর এক উইকেট হারান ধাওয়ান, ইউসুফ পাঠান, ব্রাথওয়েট, মনস পান্ডিয়া, সাকিব আল হাসান, রশিদ খান ও ভুবেনেশ্বর কুমার।

দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার শেখর ধাওয়ান। তার ইনিংসটি পাঁচটি চার ও একটি ছক্কায় সাজানো। ৭ বলে ১০ রান করে আউট হয়ে যান সাকিব।

কলকাতার হয়ে প্রসিদ কৃষ্ণা ৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নেন।

খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here