লালমনিরহাটে ৮০ কোটি টাকা ব্যয়ে ৭১টি শিক্ষা প্রতিষ্টান নির্মাণ হচ্ছে

0
428

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: শিক্ষার মান বাড়াতে লালমনিরহাটের ৫টি উপজেলায় ৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। ৮টি প্রকল্পের আওতায় প্রায় ৮০ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এসব ভবন নির্মাণ করছে। এরই মধ্যে বেশকিছু ভবনের কাজ শেষ হয়েছে। এসব ভবন নির্মাণ কাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে উদ্বোধনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে ৫টি উপজেলায় ১৫টি বহুতল ভবনের নির্মাণকাজ চলমান। এর মধ্যে ১৩টি ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। পাশাপাশি ‘নির্বাচিত বেসরকারি বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ১৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২৯টি, ‘নির্বাচিত বেসরকারি মাদরাসাসমূহে একাডেমিক ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ১২টি।
এছাড়াও ৩১০ উপজেলা সদরে বেসরকারি বিদ্যালয়সমূহকে মডেল স্কুলে রূপান্তর’ প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে দুটি এবং ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্ট গ্র্যাজুয়েট কলেজসমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাট সরকারি কলেজে বহুতল, একাডেমিক ভবন, কাম পরীক্ষা কেন্দ্র ও প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যাবিশিষ্ট একটি বহুতল ছাত্রী হোস্টেল নির্মাণ শেষ হয়েছে।
অপরদিকে ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন’ প্রকল্পের আওতায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে কালীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ‘রাজস্ব খাতের আওতায় নির্মাণ, মেরামত ও সংস্কার কাজের (কোড নম্বর-৭০১৬) কর্মসূচি’ প্রকল্পের অধীনে ৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে সাতটি এবং ‘ডেভেলপমেন্ট অব ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অব সিলেক্টেড নন-গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৩:টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ চলমান আছে। অবশেষে সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজ ও উত্তরবাংলা ডিগ্রি কলেজের বহুতল ভবনের কাজ পর্যায়।

বহুতল ভবন নির্মাণ সম্পর্কে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায় বলেন, প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী এ কলেজে অধ্যয়ন করছে। নতুন একাডেমিক ভবন নির্মাণ হওয়ার ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল বলেন, জেলার ৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণকাজের মধ্যে অধিকাংশেরই কাজ শেষ হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মাণকাজ চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here