শায়েস্তাগঞ্জে সিএনজি শ্রমিকও পুলিশের সংঘর্ষ ঘটনায় ২ দিনে ১৪ জন গ্রেফতার ।

0
338

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি :শায়েস্তাগঞ্জ উপজেলার মহাসড়কে নছরতপুরের পুলিশ ও সিএনজি অটোরিক্সা শ্রমিক সংঘর্ষে এসল্ট মামলায় ২ দিনে ১৪ জনকে গ্রেফতার করেছে। ৭ শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত শুক্রবারে সকালে নছরতপুরে মহাসড়কে সিএনজি অটোরিক্সা শ্রমিকরা মহসড়ক অবরোধ করলে এক পর্যায়ে পুলিশের সাথে বাকবিতন্ডা শুরু হলে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে অটোরিক্সা শ্রমিকরা। এতে ১৫ জন পুলিশসহ অর্ধশত আহত হয়। এই ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এস আই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭শ জনকে আসামী করে মামলা দায়ের করে শায়েস্তাগঞ্জ থানা। ঘটনার দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিতার মিয়া, দুলাল মিয়া, রুবেল মিয়াসহ ১০ জনকে গ্রেফতার করে। এদিকে ২৯ এপ্রিল রবিবার শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসল্ট মামলায় এজাহার ভুক্ত আসামী দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল আউয়ালের পুত্র দিদার মিয়া, অজ্ঞাত নিশাপট গ্রামের এরশাদ উল্লার পুত্র কিমামত আলী, সুরাবই গ্রামের সবুজ মিয়ার পুত্র সাবাজ মিয়াসহ ১৪ জনকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। থানা পুলিশ জানায় বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আসামীরা ঘটনার দিন  থেকে পলাতক রয়েছে । অপরদিকে হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, মহাসড়কে গত ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জে অবৈধভাবে চলাচলকারী মোট ২৭ টি সিএনজি আটক করা হয়। তাছাড়া শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় পৌর মেয়র ছালেক মিয়ার বিরুদ্ধে ১০ টি জিডি এট্রি করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন নিজেই এই জিডি এন্ট্রি গুলি করেন। ওসি জানান ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে সিএনজি চলাচল করার সময় সিএনজি আটক করলে পৌর মেয়র সিএনজি ছেড়ে দেওয়ার জন্য তদবির করেন। সিএনজি গুলি না ছাড়লে তাকে হুমকি দিয়ে থাকেন বলে জানায় ওসি। যতবারই মহাসড়কে সিএনজি আটক হয় ততবারই মেয়র সিএনজি ছেড়ে দেওয়ার জন্য তদবির করলে না ছাড়লে মহাসড়ক অবরোধ করবে বলে হাইওয়ের ওসিকে হুমকি দিলে ওসি জসিম উদ্দিন নিজেই ২৬ এপ্রিল ২০১৮ তারিখে ৭২৯,২৮৫ ১২/০২/২০১৮ইং তারিখে ৩৬৪, ১৫/০১/২০১৮ তারিখে ২৬০, ১১/০১/২০১৮ তারিখে ৬৮১ নং জিডি দায়ের করেন তার বিরুদ্ধে। হাইওয়ের ওসি জসিম উদ্দিন আরও জানান জিডি এন্ট্রির কপি হাইওয়ের ডিআইজি এসপি কে অনুলিপি প্রেরণ করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here