ভোলায় যুবককে মাদক মামলায় আটকের প্রতিবাদে মানববন্ধন

0
311

খবর ৭১ ভোলা প্রতিনিধি :
ভোলার সিভিল সার্জন কার্যালয়ের অফিস সাহায়ক মিল্টন দে কে ষড়যন্ত্রমূলক ভাবে মাদক মামলায় আটকের প্রতিবাদ ও ন্যায় বিচারের সার্থে জুডিসিয়াল তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় শত শত নারী পুরুষের পাশাপাশি পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন- বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল কুমার দাস, সম্পাদক ইন্দ্রজিৎ দে, ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দেসহ অনান্যরা।
পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে আটক মিল্টন দের বোন মুক্তা রানী দে অভিযোগ করে বলেন, জমি বিরোধের জের ধরে তাদের প্রতিবেশি পুলিশ সদস্য সমীর অধিকারির সাথে মিল্টনের কথা কাটাকাটি হয়। এর পর ওই পুলিশ সদস্যের স্ত্রী তাদের বিভিন্ন হুমকি ধাকমি দিয়ে আসছিল। রাতে পুলিশ রাস্তার মধ্যে মিল্টনের দেহ তল্লাসী চালায়। এরপর পার্শবর্তি একটি মাঠে নিয়ে সেখান থেকে কুড়িয়ে পাওয়া ইয়াবা তার সাথে ছিল বলে মিল্টনকে আটক করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here