শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সম্রাট সন্ডারের ১ বছরের কারাদন্ড

0
366

খবর৭১:রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত মাদক সম্রাট সন্ডারের ১ বছরের কারাদ- প্রদান করেছে। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি এ রায় প্রদান করেন।
জানা যায়, মঙ্গলবার সকালে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভান্ডারীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভান্ডারী পাড়া এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট নিখিল সরকার ওরফে সন্ডা (৪০)কে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, ভান্ডারীপাড়া গ্রামের মৃত নির্মল সরকারের ছেলে নিখিল সরকার ওরফে সন্ডারের
বসতঘর তল্লাশী করে ৫০০গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি তাকে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রেইডিং পার্টির অন্যান্য সদস্য হলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই আব্দুল আজিজ খান, সাইদুল হক,জি.এম শহীদুল ইসলাম ও জেলা পুলিশ লাইনের ০৩ জন পুলিশ সদস্য। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা আছে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here