কলাপাড়ায় প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগ !

0
244

রাকিব হাসান পটুয়াখালী :
লালুয়ার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে সেখানকার স্কুল ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য, শিক্ষার্থী এবং অভিভাবকরা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বানাতি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সেখানে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আউয়াল। মিছিল শেষে ক্লাশ বর্জন করে শিক্ষার্থীরা। ক্লাশরুমে ঝুলিয়ে দিয়েছে তালা। আব্দুল আউয়াল ও সহকারী শিক্ষক আফাজউদ্দিন জানান, এই স্কুলের প্রধান শিক্ষক নিয়োগে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে। তাঁরা যোগ্যতম শিক্ষক নিয়োগ দাবি করেছেন। এই নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির জন্য ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল গাজী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমকে দায়ী করেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল গাজী জানান, সরকারি পরিপত্র অনুসারে যথাযথ নিয়মে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কমিটি সবচেয়ে যোগ্যতম প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। স্কুলের শিক্ষক আফাজ উদ্দিনকে নিয়োগ না দেয়ায় তিনি কিছু শিক্ষার্থীকে জোর করে ক্লাশ থেকে বের করে এনে শিক্ষা কার্যক্রম ব্যাহত করছেন। কারন আফাজ উদ্দিন নিজেও লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। তার অবস্থান ছিল সাত নম্বরে। ইসমাইল গাজী আরও অভিযোগ করেন এ পরীক্ষায় আফাজ উদ্দিনের যোগসাজশে পটুয়াখালীতে পরীক্ষা কেন্দ্রে ক্যাডার পর্যন্ত ভাড়া করে নেয়। ২০ জন প্রার্থী আবেদন করেছে। পরীক্ষায় অংশ নেয় নয় জন। তার মধ্যে সবচেয়ে যোগ্যতম প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। এখন জনতা স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট করতে এমন চক্রান্ত করছে বলে ইসমাইল দাবি করেন। নিয়োগ কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদ হোসেন জানান, প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সরকারি নিয়ম মেনে করা হয়েছে। কোন অনিয়ম হয়নি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here