মহাদেবপুরে মাদ্রসায় উৎকোচের বিনিময়ে নিয়োগ অপচেষ্টা বন্ধ ও সুপারের পদত্যাগের দাবীতে মানববন্ধন

0
242

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার ‘ফতেপুর রাহমানিয়া দাখিল মাদ্রাসায়’ উৎকোচের বিনিময়ে ‘নিম্নমানের সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগের অপচেষ্টা করার প্রতিবাদে সুপার নজরুল ইসলামের পদত্যাগ ও মেধার ভিত্তিত্বে এলাকার শিক্ষিত যুবকদের নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী। শনিবার বেলা ১১ টায় সচেতন এলাকাবাসীর ব্যানারে মাদ্রসার সামনের রাস্তায় ঘন্টাব্যাাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে মাদ্রারাসার সাবেক সভাপতি আলহাজ্ব সামছুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য সারেফুন, সাবেক সদস্য আফজাল হোসেন, এলাকাবাসী আকবর আলী, শরিফুল ইসলাম, মিজানুর রহমান সহ প্রমূখ।

বক্তারা বলেন, গ্রামের শিক্ষিত যুবকরা আছে। অথচ তাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে এলাকার বাহির থেকে লোক নিয়োগ দেয়ার অপচেষ্টা করছেন সুপার নজরুল ইসলাম। স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেয়ার দাবী জানানো হয়।

মানববন্ধনে প্রায় দুই শতাধিক সচেতন নারী-পুরুষ অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here