মজলুম যেন আবার জালিম না হয়ে উঠে’

0
26

মজলুম যেন আবার জালিম না হয়ে উঠে’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে, হাসনাত এ কথা বলে কার দিকে ইঙ্গিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

রাত পৌনে আটটার দিকে হাসনাত তার পোস্টটি শেয়ার করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে পোস্টটিতে প্রতিক্রিয়া দেখিয়েছে ৩৯ হাজার ফেসবুক ব্যবহারকারী। আর মন্তব্য এসেছে ৩ হাজারের বেশি।
এইচ এম আনামুল ইসলাম নামে একজন তার মন্তব্যে লিখেছেন, ‘সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, সে যে কোনো দলেরই হোক না কেন।’

ইয়াসিন সোহাগ নামের একজন লিখেছেন, ‘মজলুম কখনও জালিম হওয়ার সুযোগ পাবে না, যদি গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করা যায়।’

এ এইচ মাসুম বিল্লাহ লিখেছেন, ‘জালিম তো হতেই হবে, না হলে নতুন করে মজলুমের সৃষ্টি হবে কী করে?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here