গভীর সমুদ্র থেকে রিফাইনারিতে এল ৪০ হাজার টন জ্বালানি

0
21

গভীর সমুদ্রে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) থেকে প্রথমে মহেশখালি পাম্পিং স্টেশনে এবং সেখান থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে (ইআরএল) ৪০ হাজার মেট্রিক টনের বেশি অপরিশোধিত জ্বালানি তেল সফলভাবে পরিবহন করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি গভীর সাগর থেকে পাইপলাইনের মাধ্যমে রিফাইনারিতে এলো।

গভীর সাগরে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বাংলাদেশের জ্বালানি খাতে যুগান্তকারী একটি সংযোজন। এসপিএমের মাধ্যমে সরকারের বছরে প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here