ভোট দিতে কোনো চাপ দেয়া হচ্ছে না : কূটনীতিকদের সিইসি

0
47

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন ভোট দিতে কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে না। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এ কথা জানান সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার কূটনীতিকদের বলেন, ভোটারদের ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না, বরং ভোট দিতে আসার জন্য বোঝানো হচ্ছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি গণমাধ্যমকে বলেন, নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতির কথা শুনেছি। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না- জানতে চাইলে তিনি বলেন, নো কমেন্টস।

এদিকে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আশা করি সফল নির্বাচন হবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হবে মাইলফলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here