লাইভ’ সাক্ষাৎকারের প্রশ্ন নিয়ে ক্ষোভ ঝাড়লেন নুহাশ হুমায়ূন

0
257

খবর৭১ঃ তরুণ চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্ন নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে নুহাশ হুমায়ূন লেখেন, ‘বাংলাদেশে সাংবাদিকতা যদি আরেকটু সম্মানজনক হত! একটু আগে প্রথম আলোর লাইভ ইন্টারভিউ দিচ্ছিলাম। ভেবেছিলাম সেখানে ষ (ওয়েব সিরিজ) নিয়ে কথা হবে। সেখানে আমাকে প্রশ্ন করা হল, হুমায়ূন আহমেদ আমার বাবা না হলে আমি এখানে আসতে পারতাম?

আমি জানি না আপনি কীভাবে একজন আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতাকে এমন কিছু কিভাবে জিজ্ঞাসা করেন।

তোমাদের কী মনে হয় সানডেন্স, বুসান, এসএক্সএসডব্লিউ, মার্শে দ্যু ফিল্ম বাপের নাম দেখে প্রোগ্রামে আমন্ত্রণ জানায়?’

জানা যায়, মঙ্গলবার রাতে প্রথম আলোর ফেসবুক পেজে সরাসরি প্রচারিত এক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে যোগ দেন নুহাশ। অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক তাকে প্রশ্ন করেন, হুমায়ূন আহমেদের পুত্র না হলে আপনি এখানে থাকতেন বলে মনে হয় কি না।

প্রশ্নের উত্তরে নুহাশ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তিনি বাবার পরিচয়ে নয়, নিজের কাজের জন্যই পরিচিতি পেয়েছেন।

পরে সেই প্রশ্ন নিয়ে ওই ফেসবুক পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেন নুহাশ।

প্রসঙ্গত, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচারিত হচ্ছে নুহাশ হুমায়ূন নির্মিত অতিপ্রাকৃত ওয়েব সিরিজ ‘ষ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here