রাশিয়া-ইউক্রেনের মধ্যে সবচেয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে: তুরস্ক

0
172

খবর৭১ঃঃ রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার আলোচনা হয়। তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে মুখোমুখি হন দুই দেশের প্রতিনিধিরা।

এর আগে আরও দুইবার ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। কিন্তু সেবার কোনো ফলাফল আসেনি।

কিন্তু ইস্তানবুলে হওয়া আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে রাশিয়া-ইউক্রেন।

আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু জানিয়েছেন, এবারের আলোচনা সবচেয়ে ফলপ্রসু হয়েছে।

আলোচনা শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু বলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের বিষয়েও তারা একমত প্রকাশ করেছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, আরও গুরুতর বিষয়গুলো নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা ফলপ্রসু হলে এরপর দুই দেশের প্রেসিডেন্টও আলোচনায় বসতে পারেন।

এদিকে ইস্তানবুলে আলোচনা শেষে রাশিয়া ঘোষণা দেয় তারা রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকাগুলোতে হামলা বন্ধ করে দেবে। যা যুদ্ধবিরতিরই ইঙ্গিত।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here