সেই মান্ধাতার আমলের ট্রাফিক সিস্টেম চলছে, নিয়ন্ত্রণ চান আতিক

0
123

খবর৭১ঃ
কয়েকদিন যাবৎ তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। অন্যদিকে প্রচণ্ড রোদ আর ধুলায় পরিস্থিতি আরও শোচনীয় করে তুলেছে। এ অবস্থায় যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে সিটি করপোরেশনের অধীনে পরিচালনা করতে চেয়েছেন নগরীর উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘রাস্তা আমাদের অধীন কিন্তু ট্রাফিক আপনার আওতায়, তাহলে তো হবে না। রোড আমার, কিন্তু কতগুলো গাড়ি চলবে এটা নিয়ন্ত্রণের ক্ষমতা আমার নেই। তাহলে কীভাবে হবে?’

বুধবার রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘অনেকেই বলছেন- এত ট্রাফিক জ্যাম কেন? মেয়ররা কী করেন? আমি তাই অনুনয়ের সঙ্গে বলব, যেভাবে দখল হওয়া খালগুলো অবমুক্ত করার জন্য আমাদের হাতে দিয়েছেন, একইভাবে ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্টও আমাদের নিয়ন্ত্রণে দেন। তাহলে আমরা আপনাদের দেখাতে পারব, কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়। কীভাবে যানজট কমাতে হয়। তখন আমরা যানজট নিরসনে গবেষণা করতে পারব, ট্রাফিককেও নিয়ন্ত্রণ করা যাবে।’

উল্লেখ্য, ঢাকার খালগুলোর নিয়ন্ত্রণ ছিল ঢাকা ওয়াসার হাতে। বছরের পর বছর ওয়াসার আশ্বাসের পরও বর্ষায় রাজধানীর জলজট কমছিল না। তারই পরিপ্রেক্ষিতে ঢাকার খালগুলোর দায়িত্ব পেয়েছে দুই সিটি করপোরেশন। নিজেদের পরিকল্পিত উদ্যোগে ঢাকার জলজট কমবে বলে আশা দেখাচ্ছে সিটি করপোরেশনগুলো। এখন ট্রাফিক বিভাগের দায়িত্ব চাইলেন উত্তরের মেয়র।

মেয়র আতিক বলেন, এখনো সেই মান্ধাতার আমলের ট্রাফিক সিস্টেম চলছে। হাত দিয়ে গাড়ি থামানোর সিস্টেম বিশ্বের কোথাও এখন নেই। কেন আমরা এ কাজ ট্রাফিক লাইটের মাধ্যমে করতে পারি না? ডিজিটাল মাধ্যমে কেন পারি না? এখন সময় এসেছে এ বিষয়ে কথা বলার। তাই আমরা বলব, ট্রাফিক পুলিশকে আমাদের আওতায় দিন। তখন যানজন নিরসন নিয়ে মেয়রদের প্রশ্ন করতে পারবেন।’

অনুষ্ঠানে মেয়র আরও বলেন, ‘রাজধানীর উত্তরখানের পুলারটেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির নামে আবাসন প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করছে। ডিএনসিসির আওতাধীন এলাকার এই আবাসন প্রকল্পটিতে পরিকল্পিত ড্রেনেজ, সেন্ট্রাল ডাক্টিং সিস্টেম এবং লাইটিংয়ের ব্যবস্থা থাকতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। উন্নয়ন কাজ সম্পন্ন করার মাধ্যমে এই নতুন এলাকাকে একটি মডেল টাউনে পরিণত করা হবে।’

রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন, বিবিএস ক্যাবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান শামীম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here