খাদ্য গুদামের ১০ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগ

0
142

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলা খাদ্য গুদামের রক্ষকসহ (ওসিএলএসডি) তিন জনের বিরুদ্ধে কয়েক লাখ টাকা মূল্যের পুরান মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া গুদাম রক্ষক আব্দুস সালাম মিয়াকে শোকজ করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম শামীম হাসান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আব্দুস সালাম রামপাল উপজেলা সদরের খাদ্য গুদামে যোগদান করেন। ওই গুদামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গুদাম সংস্কার, পুরান দেয়াল ভেঙ্গে নতুন দেয়াল নির্মাণ, নলকূপ স্থাপনসহ সংস্কারের কাজ করছেন। অভিযোগ রয়েছে, ওই ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি রাজু আহমেদ, গুদামের পাহারাদার শাহরিয়ার ও ঝাড়ুদার রেজাউলের যোগসাজশে পুরান ইট, বালু, খোয়া, লোহা, ব্যাটারি, তামার তার, কাটা তার, লোহার পুরান গেটসহ অন্যান্য মালামাল নিয়ে আত্মসাৎ করেন। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এসব জিনিস নেওয়ার সময় গুদামের সিসি ক্যামেরা বন্ধ করে দেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালাম দাবি করেন, ‘আমি কিছুই জানি না, ঠিকাদারের ম্যানেজার রাজু আহমেদ সব জানেন। আমাদের ভুলত্রুটি নিজেরা বসে মীমাংসা করে নেবো।’

ঠিকাদার রাজু আহমেদ এ অভিযোগ অস্বীকার করে ‘সাক্ষাতে কথা হবে’ বলেই ফোন রেখে দেন। অপর অভিযুক্ত পাহারাদার শাহরিয়ারও অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ ও মালামাল খোয়া যাওয়ার বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম শামীম হাসান বলেন, ‘আমি ইট খোয়া যাওয়ার বিষয়ে ওসিএলএসডিকে শোকজ করেছি। দায়িত্বে গাফিলতিতে মালামাল খোয়া ও আত্মসাতের সঙ্গে জড়িতদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here