সুন্দরগঞ্জে তিস্তানদী ভাঙ্গণ রোধে মানববন্ধন

0
221

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন দিয়ে প্রবাহিত তিস্ত নদী ভাঙ্গণ রোধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার বিকেলে তিস্তানদী ভাঙ্গণ রোধ বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের লালচামার বাজার সংলগ্ন বেরিবাঁধে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নদী বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলন’র সভাপতি সাদেকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মুন্সি আমিনুল ইসলাম সাজু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানজিল আহমেদ মোনা, কাপাসিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। বক্তব্য রাখেন- উত্তরবঙ্গ তিস্তানদী ভাঙ্গণ রোধ বান্তবায়ন পরিষদের আহ্বায়ক নূর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক আঃ রহিমসহ স্থানীয় সুধীজন।
এসময় উপজেলার কাপাসিয়া, চন্ডিপুর, শ্রীপুর, হরিপুর, বেলকা, তারাপুর, শান্তিরাম, কি বাড়িসহ অন্যান্য ইউনিয়নে তিস্তানদী ভাঙ্গণ রোধে স্থায়ী সমাধান করাসহ নদীর ডানতীর বেরিবাঁধে আশ্রিতদের পূণ:বাসন করার দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here