মিরসরাইয়ে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক

0
186

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার প্রথম শ্রেণীর বারইয়ারহাট পৌরসভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের (সিসিটিএফ) অধীনে সম্পন্ন হওয়া উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. রেজাউল হক। বুধবার (৯ মার্চ) বারইয়ারহাট পৌরসভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে সম্পন্ন হওয়া ১ কোটি ৯৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ড্রেন পরিদর্শন শেষে পৌরসভা এলাকার বিভিন্নস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন তিনি। বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর নিজাম উদ্দিন, আজিজুল হক মান্না, রফিকুজ্জামান বাবুল, বিষ্ণু প্রসাদ দত্ত রতন, আলমগীর হোসেন, আরিফ উদ্দিন মাসুদ, পৌরসভার সচীব সমর কান্তি চাকমাসহ অন্যান্যরা। এসময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. রেজাউল হককে পৌরসভার পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, বারইয়ারহাট প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখনো পৌরসভার অনেক ওয়ার্ডে রাত্রিকালীন আলোকসজ্জা নেই। তাই বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. রেজাউল হক পৌরসভার বিভিন্নস্তরের নাগরিকদের নিয়ে মতবিনিময়কালে পৌরসভার এলাকায় রাত্রিকালীন আলোকসজ্জার জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের (সিসিটিএফ) অধীনে শীঘ্রই বরাদ্ধ প্রদানের আশ্বাস প্রদান করেছেন। আলোকসজ্জার জন্য বরাদ্ধ পাওয়া গেলে আরো একধাপ এগিয়ে যাবে বারইয়ারহাট পৌরসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here