এরদোগানের প্রচেষ্টায় শীর্ষ পর্যায়ে আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

0
147

খনর৭১ঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন। এ খবর জানিয়েছেন জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু।

এর মাধ্যমে ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর পর প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার সাংবাদিকদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ইউক্রেনের পররাষ্টমন্ত্রী ১০ মার্চ বৃহস্পতিবার আঙ্কারায় বৈঠক করবেন।

তুরস্কে আনতালইয়া কূটনৈতিক ফোরামে যাবেন বিশ্বের সব বড় বড় কূটনৈতিকরা। আর এ ফোরামেই আলাদাভাবে বিশেষ বৈঠক করবেন ইউক্রেন ও রাশিয়ার পররাষ্টমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রেসিডেন্ট এরদোগানের প্রচেষ্টা ও আমাদের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্টমন্ত্রীরা আলোচনায় বসতে রাজী হয়েছেন। আমি সেখানে উপস্থিত থাকব।

পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু আরও জানিয়েছেন, তাদের প্রত্যাশা দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটি হবে যুদ্ধের টার্নিং পয়েন্ট। এই আলোচনা দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অবদান রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here