এক সপ্তাহে করোনায় মারা যাওয়া ৫৯.৬ শতাংশই টিকা নেননি

0
165

খবর৭১ঃ গত এক সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের ৫৯ দশমিক ৬ শতাংশই টিকা নেননি।

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনের এপিডেমিওলজিকাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়-গত (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত দেশে করোনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার টিকা নেননি ৩১ জন। অর্থাৎ মারা যাওয়া ব্যক্তিদের ৫৯ দশমিক ৬ শতাংশই টিকা নেননি।

২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৪৩৬২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৪৩৬
প্রতিবেদনে আরও বলা হয়- গত এক সপ্তাহে করোনায় মারা ৫২ জনের মধ্যে টিকা নিয়েছেন ২১ জন। যার শতকরা হার ৪০ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন ৪ জন, দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ১৬ জন আর তৃতীয় ডোজ নিয়েছিলেন একজন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here