হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

0
148

খবর ৭১:  প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলল ফারজানা হকরা। বৈশ্বিক আসরের অভিষেক ম্যাচ বলে কথা। স্বাভাবিকভাবেই মিশনটা ছিল জয়ের। কিন্তু লক্ষ্যটা পূর্ণ হলো না। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শুরুটা জয়ে রাঙাতে পারল না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হার মানল দেশের মেয়েরা।

বোলিং পারফরম্যান্সটা ভালোই ছিল জাহানারা আলমদের। প্রতিপক্ষ প্রোটিয়া কন্যাদের অল্পতেই আটকে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানে গুটিয়ে দিয়েও লাভ হয়নি। হারের তেতো স্বাদই হজম করতে হলো দেশের মেয়েদের।

মারিজান্নে ক্যাপ ৪২ ও লরা উলভার্ডট ৪১ এনে দেন। সঙ্গে কলো ট্রাইওন ৩৯ ও ক্যাপ্টেন সুনে লাসের ব্যাট থেকে আসে ২৫ রান। ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করে দক্ষিণ আফ্রিকার নারীরা।

বাংলাদেশের হয়ে ফারিহা তৃষ্ণা তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট পান জাহানারা আলম ও রিতু মনি। একটি করে উইকেট নিয়েছেন রুমানা আহমেদ ও সালমা খাতুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here