প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

0
299

খবর ৭১: এখন থেকে সারাদেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন পাঁচ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে ব্যবস্থা।

মঙ্গলবার (১ মার্চ) থেকে এ নির্দেশনা বাস্তবায়ন হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এসময় সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার, অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সব সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

এদিকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।

গত বছরের ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এক ঘণ্টা বাড়িয়ে এবার তা পাঁচ ঘণ্টা করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here