ইউক্রেনের হাসপাতালে হামলায় নিহত ৪

0
246

খবর৭১ঃ পূর্ব ইউরোপের দোনেতস্ক এলাকার একটি হাসপাতালে রাশিয়ার হামলায় ৪ জন নিহত হয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

ইউক্রেন জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রুশ বাহিনী ২০৩টি হামলা চালিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন সীমান্তের সকল ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে পড়েছে।

ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ২টায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানায়, রাশিয়ার একটি কে-৫২ হেলিকপ্টারসহ কিয়েভ এলাকায় মোট ৩টি হেলিকপ্টার ভূপতিত করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে ইউক্রেনের স্থল, আকাশ ও নৌপথে হামলা শুরু করে রাশিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো একটি দেশের ওপর আরেকটি দেশের এত বড় হামলা এই প্রথম।

হামলা শুরুর পরপরই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়। রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার উদ্দেশ্য ইউক্রেন দখল নয়; বরং দেশটিকে সামরিকায়নের হাত থেকে উদ্ধার করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here