করোনায় আরও দশজনের মৃত্যু, শনাক্তের হার ৫.৫৩

0
201

খবর৭১ঃ

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১৬ জন। এতে শনাক্তের হার ৫.৫৩ শতাংশ।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২৭ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৫৪ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ৫.৫৮ শতাংশ।

এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন। মোট শনাক্তের হার ১৪.৫৭ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here