আমিরাতগামীদের ৬ ঘণ্টা আগে করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

0
142

খবর৭১ঃ বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত গমনেচ্ছুদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে করোনা নমুনার পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সংস্থাটির চেয়ারম্যান এম মফিদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’

বেবিচকের এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের একটি বড় অংশের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

১৭ ফেব্রুয়ারি করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি দুই ডোজ টিকা নেওয়া থাকলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বিদেশি নাগরিকদের কোভিড পরীক্ষা ছাড়াই দেশে সফরের সুযোগ দেওয়ার সুপারিশ করে।

বিভিন্ন দেশে ভ্রমণে শিথিলতা আনার পর দেশেও সেই সুযোগ কাজে লাগানোর কথা বলা হয় সুপারিশে।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রথম করোনা ধরা পড়ে ২০১৯ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় করোনায়। এরপর থেকে বিদেশি যাত্রীদের বাংলাদেশ প্রবেশ এবং বিদেশ গমনেচ্ছু বাংলাদেশিদের ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here