হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাসা পিতল

0
153

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল থেকে হারিয়ে গেছে কাসা ও পিতল অ্যালুমিনিয়াম আর ম্যালামাইন পণ্যের দাপটে হারিয়ে যেতে বসেছে কাসা ও পিতল এর ব্যাবহার। কর্মকারের নিপুণ হাতে তৈরি কাসা ও পিতলের থালা, বাটি, কলসি, কাজলদানি, পুতুল ও মেডেলসহ নানান সামগ্রীর চাহিদাও ছিল ব্যাপক হারে। তবে সে সময় আর নেই। কাসা-পিতলের জায়গা দখল করে নিয়েছে অ্যালুমিনিয়াম, ম্যালামাইন ও প্লাস্টিক পণ্য।
দাম তুলনামূলক কম ও রং চঙ্গে হওয়ায় এসব কারনে বিলুপ্ত হতে চলেছে কাসা-পিতলের পণ্য। ফলে এ ব্যাবসার সাথে জড়িতরা বাধ্য হয়ে অন্য পেশা বেছে নিয়েছে। দেশীয় কৃষ্টি ও প্রাচীন ঐতিহ্য রক্ষায় নড়াইলে কাসা ও পিতল ব্যাবহারকে জরুরি বলে মনে করেন অনেক প্রবীন ব্যাক্তিরা। জেলায় কয়েক বছর আগেও প্রায় মনোহারির দোকান গুলোতে কাসা ও পিতলের জিনিস কিনতে পাওয়া যেত। বিয়ের অনুষ্ঠান, অন্ন প্রাসন, পুরস্কার বিতরণী সহ সকল ক্ষেত্রে কাসা পিতলের ব্যবহার চোখে পড়ার মত ছিলো। এখনো এমন অনেক পরিবার ঐতিহ্য ধরে রাখার জন্য কাসা পিতলের থালা গ্লাস ব্যবহার করে। অতি মুল্যবান ধাতু হওয়ার সুবাদে দাম বেশি হলেও স্বাস্থ্য সম্মত। সকল ক্ষেত্রে গ্রহণ যোগ্যতা টাকার মূল্যের সমান ছিলো। বিয়ে বাড়ির অনুষ্ঠান বলতে তো কাসা পিতল ছাড়া কল্পনা করা যেত না। গ্রাম ও শহরের স্বনামধন্য পরিবারের মধ্যে এখনো কাসা পিতলের প্রচলন লক্ষ করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here