র‌্যাবের অভিযানে সৈয়দপুরে ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধার : গ্রেফতার-৬

0
277

মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ
নীলফামারীর সৈয়দপুরে সাড়ে ৫ শ’ গ্রাম হেরোইন উদ্ধার ও ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের উপকন্ঠ পার্বতীপুর সড়কের খোদা হাফেজ গেট এলাকায় একটি মাইক্রোবাস থেকে ওই হেরোইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে র‌্যাব- ১৩ রংপুরের একটি টহল দল। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ১৩ লাখ ৭৫ হাজার টাকা বলে জানা গেছে। বিলম্বে পাওয়া মামলা সূত্রে জানা গেছে, র‌্যাব -১৩ রংপুর এর উপ-সহকারি পরিচালক (ডিএডি)মো. রাবিব আলমের নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা ঘটনার দিন বিকেলে ঘটনার দিন বিকেলে গোপন সূত্রে জানতে পারেন, পার্বতীপুর সড়ক হয়ে একটি মাইক্রোবাসে মাদকের চালান সৈয়দপুরে আসছে। এ সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা সৈয়দপুর-পার্বতীপুর সড়কের খোদা হাফেজ গেট এলাকায় গিয়ে সেখানে একটি তল্লাশি চেকপোষ্ট স্থাপন করেন। এরপর ওই সড়কে পার্বতীপুর থেকে আসা ঢাকা মেট্টো-চ ১৩-৬১৭৭ নম্বরের একটি মাইক্রোবাসকে র‌্যাবের টহল দলের সদস্যরা আটক করেন। এ সময় মাইক্রোবাসটির ভেতরে তল্লাশি করে ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেন তারা। পরে সেখানে উপস্থিত লোকজনের সামনে উদ্ধার করা হেরোইন ও মাইক্রোবাস, মোবাইলফোন সেটের জব্দ তালিকা করা হয়। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাসে থাকা চাঁপাইনবাবগঞ্জ সদরের নাম রাজারামপুর এলাকার মজিবর রহমানের ছেলে হুমায়ুন কবির (২৪), টিকারামপুরের রেজাউল করিমের ছেলে মাইক্রোবাস চালক মাহফুজুর রহমান (২২), আঙ্গারিয়াপাড়ার আব্দুল মান্নানের ছেলে সোহেল রানা (২৭), চর মোহনপুর চড় পাড়ার মৃত. আব্দুস সালামের ছেলে সাদেক আলী (২৬), আঙ্গারিয়া পাড়া পাইকর তলার মফিজুল ইসলাম মিন্টুর ছেলে মিলন আলী (১৫) ও চাদলাই জোড়বাগান এলাকার আনারুল ইসলামের ছেলে তানজিদ হাসান (১৭) আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব -১৩, রংপুরের উপ-সহকারি পরিচালক (ডিএডি) মো.রাবিব আলম বাদী হয়ে আটককৃতদের
আসামী করে থানায় একটি মামলা করেন। এদের মধ্যে মিলন আলী(১৫) ও তানজিদ হাসান (১৭) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ওই মামলায় তাদের কিশোর আসামী হিসেবে উল্লেখ করা হয়। এরপর জব্দকৃত মালামালসহ আটক ৬ আসামীকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান, র‌্যাবের অভিযানে হেরোইন উদ্ধারসহ ছয় ব্যক্তি বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান আসামীদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here