ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৪২ জন

0
242

খবর৭১ঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৪২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১০৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৫৪৩ জন।

চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৬ হাজার ৩৪৩ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৭০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৪৩৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১০৭ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here