ঢাবির সব বর্ষের শিক্ষার্থী হলে উঠবে ১০ অক্টোবর

0
294

খবর৭১ঃ অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১০ অক্টোবর সকাল আটটা থেকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

বিষয়টি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একাধিক সদস্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আকরাম হোসেন বলেন, অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে সব বর্ষের শিক্ষার্থীরা আগামী ১০ তারিখে সকাল আটটা থেকে হলে প্রবেশ করতে পারবে। তখন থেকে সবার জন্য হল উন্মুক্ত থাকবে। পূজার ছুটি আছে এর মাঝে। পূজার ছুটির পরে বিভাগগুলো তাদের মতো করে পরীক্ষা বা ক্লাস শুরু করবে।

এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল আটটা থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা টিকার প্রমাণস্বরূপ টিকা কার্ড দেখিয়ে হলে প্রবেশ করেন। শুরু থেকেই সব বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানোর ব্যাপারে দাবি থাকলেও আজ তা বাস্তবায়নের সিদ্ধান্ত হলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here