এক দিনে আরও ৭০ মৃত্যু, শনাক্ত ২৪৩০

0
207

খবর৭১ঃ দেশে গত এক দিনে করোনাভাইরাসে মারা গেছেন আরও ৭০ জন। এছাড়া উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ২ হাজার ৪৩০ জন, যাতে দৈনিক শনাক্তের হার ৯.৬৬ শতাংশ হয়েছে। এ পর্যন্ত

শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন, যাতে শনাক্তের মোট গড় হার ১৬.৭১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৪০ জন পুরুষ এবং ৩০ জন নারী। এ নিয়ে করোনায় মারা গেলেন ২৬ হাজার ৫৬৩ জন।

অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here