অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল দল বড় শাস্তির মুখে

0
153

খবর৭১ঃ চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের আরও ১৭ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। ভ্যাকসিনের আন্তর্জাতিক অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধায় এই টিকা এসেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই টিকা বহনকারী একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

এই কর্মকর্তা জানান, সন্ধ্যা এমিরাটসের একটি কার্গো ফ্লাইটে টিকার এই চালান বিমানবন্দরে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম টিকার চালান গ্রহণ করে।

এর আগে, বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় ১৭ লাখ টিকা নিয়ে ফ্লাইটটি রওয়ানা দেয়।

এর আগে সিনোফার্মের ৮১ লাখ ডোজ টিকা দেশে এসেছে। এর মধ্যে দুই দফায় চীন সরকারের উপহার দেওয়া ১১ লাখ ডোজ ছাড়া বাকি ৭০ লাখ কেনা চুক্তির আওতায় দেশে এসেছে।

গতকাল সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। মন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা চলতি মাসে পাওয়া যাবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here