বিজ্ঞাপন দেখে ভাঙতে হলো উপবাস, মামলা করলেন তরুণী

0
252

খবর৭১ঃ ফাস্টফুডের লোভনীয় বিজ্ঞাপন দেখে জিভে জল আসতেই পারে। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের হোম পেজে বাহারি খাবারের বিজ্ঞাপন দেখে লোভ সামলাতে না পেরে অর্ডার পর্যন্ত করে ফেলেন অনেকে। তবে খাবারের বিজ্ঞাপন দেখে ধর্মীয় উপবাস ভাঙার নজির বোধহয় বেশি নেই। সেই অনন্য নজিরই স্থাপন করেছেন এক তরুণী।

খাবারের বিজ্ঞাপন দেখে লোভ সামলাতে না পেরে উপবাস ভেঙে ফেলেন তিনি। আর এই নিয়ে মনোকষ্টে রীতিমতো মামলা ঠুকে দেন ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান তরুণী কেসেনিয়া ওভচিনিকোভা তার ধর্মের বিধান অনুযায়ী চল্লিশ দিনের উপবাস পালন করছিলেন। কিন্তু ম্যাকডোনাল্ডসের দাবনীয় বিলবোর্ডে চিজ বার্গার আর চিকেট নাগেটের বিজ্ঞাপন দেখে নিজেকে সামলাতে পারেননি।একটানা উপবাস পালনের নিয়ম থাকলেও তা ভেঙে ফেলতে বাধ্য হয়েছেন।

কেসেনিয়া জানান, ১৬ বছর ধরে তিনি এই উপবাস পালন করে আসছেন। এসময় মাছ-মাংস ও দুগ্ধজাতীয় খাবার খান না তিনি। কিন্তু বিলবোর্ডের বিজ্ঞাপন দেখে পাশের ম্যাকডোনাল্ডসের আউটলেটে গিয়ে চিকেন চিজ বার্গার অর্ডার করে খেয়ে ফেলেন তিনি।

পরে তার ভীষণ অনুশোচনা হয়। তাকে বার্গার কিনতে প্রলুব্ধ করায় ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে মামলা করেন তিনি।

অবশ্য এ ব্যাপারে ম্যাকডোনাল্ডসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here