মদনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0
156

আব্দুল আওয়াল, মদন নেত্রকোনাঃ নেত্রকোনা মদনে “অধিকার ও পছন্দই মূল কথা: প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাঙ্ক্ষিত জন্মহারে সমাধান মেলে”- এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে সারা দেশের ন্যায় বিশ জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

আজ (১১ জুলাই ২০২১ইং) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মদন উপজেলা পরিবার পরিকল্পনার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিষরে অনুষ্টিত সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভুঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ- সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেফালি আক্তার, ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল, উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রফিকুল ইসলাম ভুঞা, এনজিও প্রতিনিধি রেখা চক্রবর্তীসহ আট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ।

এছাড়া বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সাত ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা প্রাপ্তরা হলেন:- শ্রেষ্ট পরিবার কল্যাণ সহকারী সৈয়দা জলি, শ্রেষ্ট পরিবার কল্যাণ পরিদর্শিকা সালমা আক্তার, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আশরাফুল ইসলাম, শ্রেষ্ট এসএসিএমও মোঃ রফিকুল ইসলাম ভুঞা, শ্রেষ্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কাইটাল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ কাইটাল ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ট বে- সরকারী সংস্থা সু- সেবা নেটওয়ার্ক, কেয়ার জিএসকে সিইউডব্লিউ- ইনিশেয়েটিভ।

আলোচনা সভার শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসা পত্র তুলে দেন সভার সভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভুঞা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here