নারী শিক্ষার্থীর শ্লীলতাহানির প্রতিবাদে জবিতে মানববন্ধন

0
251

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর শ্লীলতাহানির প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শ্লীলতাহানির প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য দাবি জানানো হয়।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, আমাদের মেয়েরা কোথাও নিরাপদ নয় কেনো। কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হলে সেটা পুরো শিক্ষাব্যবস্থার উপর অশনি সংকেত দেখা দেয়।প্রশাসনের কাছে দাবি জানাবো দ্রুত যাতে অপরাধীকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।

মানববন্ধনে অংশ নেয়া গণিত বিভাগের শিক্ষার্থী পরাগ বলেন, এইভাবে কোন মেয়েকে লাঞ্চনা খুব দুঃখজনক। এমন ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এছাড়াও মানববন্ধনে অংশ নেওয়া সুমন ইসলাম বলেন, আমরা চাই অভিযুক্ত দ্রুত গ্রেফতার হউক। আমাদের বোনদের নিরাপত্তা চাই আমরা।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জামাল উদ্দীন, সৈয়দ শাকিল, ইব্রাহীম ফরাজী, আল আমিন শেখ সহ পদপ্রত্যাশী অনেক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

এর আগে গত রবিবার আনুমানিক রাত ৯ টা ২০ মিনিটের দিকে পুরান ঢাকার কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here