পাইকগাছায় ইউএনও’র গাড়ী চালকের করোনা সনাক্ত

0
399

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধ ও আরোপিত বিধিনিষেধ কার্যকর করতে বাধ্যতামূলক করোনা টেস্ট অব্যাহত রেখেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা সংক্রমণ প্রতিরোধে অভিনব এ কৌশল প্রতিদিন অবলম্বন করছেন। তিনি প্রতিদিন মেডিকেল টিম, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে হঠাৎ সড়কের যে কোন স্থানে চেক পোস্ট বসিয়ে করোনা টেস্ট করছেন। বিশেষ করে যেসব পথচারী ও যানবাহন চালকরা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে তিনি ধরে ধরে বাধ্যতামূলক করোনা টেস্ট করছেন। ইতোমধ্যে ইউএনও’র অভিনব এ কৌশল বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হাওয়ায় সর্বমহলে প্রশংসিত হয়েছে এ ধরণের উদ্যোগ। আচার্য্যরে বিষয় হচ্ছে এ ধরণের টেস্টে প্রতিদিন এক বা একাধিক ব্যক্তির রিপোর্ট পজেটিভ আসছে। সোমবারও তিনি উপজেলা পরিষদের সামনে এ ধরণের অভিযান পরিচালনা করেন। অভিযানে ইউএনও, এসিল্যান্ড সহ ২৬ জনের করোনা টেস্ট করা হয়। যার মধ্যে সকলের নেগেটিভ হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী চালকের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে নিজের গাড়ী চালককে কোয়ারেন্টাইন এ পাঠান ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here