মিরসরাইয়ে স্টার লাইন-অটোরিক্সা সংঘর্ষে অটোরিক্সা চালক নিহত

0
201

রেদোয়ান হোসেন জনিঃ
মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাইপাস এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকাল ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড়তাকিয়া বাইপাস এলাকায় চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা থেকে অটোরিকশা চালক পড়ে গিয়ে গুরুতর আহত হলে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অটোরিক্সা চালক উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পোলমোগরা গ্রামের মৃত সামসুল হকের পুত্র আখেরের জামান (৪২)। সে দুই সন্তানের জনক।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, বড়তাকিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিক্সা থানায় নিয়ে আসা হয়েছে। এবং নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here