সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে বহিষ্কার করে শাস্তির দাবিতে করেরহাটে মানববন্ধন

0
386

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের এক নারীকে অনৈতিক কু-প্রস্তাব দেয়ার অভিযোগে থানায় অভিযোগ হওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছেন ১নং করেরহাট ইউনিয়নের এলাকাবাসী।

আজ ২৭মে (বৃহস্পতিবার) করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে করেরহাট ইউনিয়নের মসজিদের ইমাম মুয়াজ্জিন, ছাত্র-ছাত্রী, সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন করা হয়।

গত ২২মে মিরসরাই থানায় ভুক্তভোগী নারীর অভিযোগ দায়েরের পর মিরসরাইবাসী ক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

মানববন্ধনে বক্তাগণ বলেন, অসহায় নারীর সরলতার সুযোগ নিয়ে তার সমস্যা সমাধানের নামে তাকে অনৈতিক কুপ্রস্তাব দিয়ে, মোবাইল ফোনে অনৈতিক কু-প্রস্তাব দেওয়া জঘন্য অপরাধ। এহেন কর্মকান্ডের অভিযোগের সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলে আগামীতে আর কেউ এমন কর্মকান্ড জড়ানোর সাহস করবে না।

করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন তার বক্তব্যে বলেন, কুলাঙ্গার গিয়াস উদ্দিনকে যাতে দ্রুত বিচারের সম্মুখীন করা হয় আর যাতে কোন মা বোন এর সরলতার সুযোগ নিয়ে কেউ কু-প্রস্তাব না দেয়। অনতিবিলম্বে এই সাবেক উপজেলা চেয়ারম্যানকে দল থেকে যাতে বহিষ্কার করা হয়।

এসময় বক্তাগন অতিদ্রুত গিয়াস উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবী জানান এবং প্রশাসনকে তার গ্রেফতারের দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here