‘ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা খুবই কম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

0
306

খবর ৭১:  বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াশের বর্তমান গতিবেগ অব্যাহত থাকলেও বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তবে ঘূর্ণিঝড়ের কারণে দেশে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান তিনি।

আজ সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ নিয়ে এক প্রস্তুতি সভায় এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াশ’কে আমরা কঠোর পর্যবেক্ষণে রেখেছি। এটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। যদি কোনো কারণে এটি দিক পরিবর্তন করে তাহলে আমরা আমাদের জনগণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবো। আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। জনগণকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ থেকে বাংলাদেশ অনেকটা ঝুঁকিমুক্ত।
আম্পানের মতো ‘ইয়াশ’ যে শক্তিশালী হচ্ছে না, তা প্রায় ৯০ শতাংশ নিশ্চিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here