নেপালে সংসদ ভেঙে দিয়ে ভোটের দিন ঘোষণা

0
321

খবর ৭১: সংসদ ভেঙে দিয়ে ভোটের দিন ঘোষণা করলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি। আগামী ১২ ও ১৯ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ মে) সংসদ ভেঙে দিয়ে এক বিবৃতিতে রাষ্ট্রপতি জানান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও বিরোধী নেতা শের বাহাদুর দেউবা কেউ সরকার গঠনে সমর্থ হয়নি।

তাই জরুরি ভিত্তিতে মধ্যরাতের মন্ত্রিসভার বৈঠকের পর ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেওয়ার পরামর্শ দেন ওলি।

গত ২০ ডিসেম্বরও সংসদ ভেঙে দেয়া হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও সংসদ পুনরায় কাজ শুরু করেছিল।

ফের সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তে নেপালে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here