বিধ্বস্ত গাজা পুনর্গঠনে সহায়তা দেবে চীন

0
286

খবর৭১ঃ ইসরাইলের টানা ১১ দিনের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা অঞ্চলের পুনর্গঠনে সহায়তা দেবে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা সিনহুয়া নিউজকে শুক্রবার এই তথ্য জানিয়েছেন চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা কর্তৃপক্ষের (সিআইডিসিএ) মুখপাত্র তিয়ান লিন।

তিয়ান লিন বলেন, ইসরাইলের ১১ দিনের হামলায় গাজা ভূখণ্ডের অবকাঠামোগত অবস্থা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেখানকার কয়েকটি বিদ্যুৎকেন্দ্রসহ প্রচুর সংখ্যক বাড়িঘর, আবাসিক ও বাণিজ্যিক গুড়িয়ে গেছে। তিনি বলেন, এই অবস্থায় চীন সরকারের সম্মতিক্রমেই সিআইডিসিএ ওই এলাকা পুনর্গঠনে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, সবার আগে তাদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিয়ান লিন বলেন, নতুন আবাসন গড়ে দেওয়ার ক্ষেত্রে তাদের সহায়তা করা হবে।

প্রসঙ্গত, টানা ১১ দিনের যুদ্ধে প্রায় আড়াইশ প্রাণহানির পর মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার সংঘাত অবসানে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনি দল হামাস। শুক্রবার ভোর থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here