করোনার মৃদু উপসর্গে অবহেলা নয়

0
204

খবর৭১ঃ মহামারি করোনাকালে অনেকেরই করোনার মৃদু উপসর্গ দেখা দিচ্ছে। কিন্তু মৃদু উপসর্গে অনেকেই এড়িয়ে যাচ্ছেন। পরীক্ষারও করছেন না। বিশেষজ্ঞরা বলছেন, করোনার মৃদু উপসর্গ দেখা দিলে অবহেলা করলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে।

অল্প সংক্রমণ, মৃদু উপসর্গ। কিন্তু তার পরেই পরিস্থিতি ক্রমে ভয়ঙ্কর দিকে। করোনা সংক্রমণের ক্ষেত্রে এমন অবস্থা অনেকেরই হচ্ছে। বহু করোনা আক্রান্তের ক্ষেত্রেই নিজেদের ভুলে সমস্যা বিরাট আকার নিচ্ছে। সে ক্ষেত্রে কোন কোন বিষয়ে সচেতন হবেন?

সাধারণ সর্দি-জ্বর বা ঠান্ডা ,গন্ধ না পেলেও ও সর্দিতে নাক বন্ধ থাকলে করোনার লক্ষণ বলে ধরা হয়। এ সব ক্ষেত্রে সমস্যা বড় আকার নিলে সামলানো কঠিন হয়ে দাঁড়ায়।

অনেকেই প্রাথমিক পর্যায়ে উপসর্গ দেখে ধরে নেন, তেমন কিছু হয়নি। ফলে চিকিৎসকের সঙ্গে কথা বলতে চান না। সময় নষ্ট হওয়ায় পরে সমস্যা বড় আকার ধারণ করে।

বিন্দুমাত্র সংশয় থাকলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। পরীক্ষা করাতে দেরি হলে বিপদের আশঙ্কাও বেড়ে যায়। দেরি করে পরীক্ষা করালে চিকিৎসা শুরু হতেও দেরি হয়। সংক্রমণ গুরুতর হওয়ার আশঙ্কাও বাড়তে থাকে।

কোভিড পরীক্ষার ফল দেরিতে আসছে অনেকের ক্ষেত্রেই। কারণ বিরাট সংখ্যক মানুষ প্রতি দিন পরীক্ষা করাচ্ছেন। ফলে চাপ বাড়ছে। তাই ফল আসতেও দেরি হচ্ছে। ফলের অপেক্ষা করতে গিয়েই পরিস্থিতি ঘোরালো হচ্ছে অনেকের ক্ষেত্রে।

কোভিডের স্বল্প উপসর্গ দেখা দিলেই নিয়মিত অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অক্সিজেনের মাত্রা ৯৩-এর নিচে নেমে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অক্সিজেনের পাশাপাশি দিনের মাথায় বেশ কয়েক বার শরীরের তাপমাত্রা মাপাটাও দরকার। এমনই বলছেন চিকিৎসকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here