সৈয়দপুরে শহীদ পরিবারের সন্তান মাহ্বুবুল হকের ইন্তেকাল

0
225

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে তৎকালীন প্রাদোশিক পরিষদ সদস্য শহীদ ডা. জিকরুল হকের তৃতীয় পুত্র মাহবুবুল হক বার্ধক্যজনিত কারণে সোমবার (১৭ মে) সন্ধ্যায় শহরের নতুন বাবুপাড়াস্থ নিজবাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, একমাত্র মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে সৈয়দপুর শহরের হাতীখানা কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যূতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য রাবেয়া আলীম,সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মরহুম মাহব্বুুল হক ছিলেন সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. বখতীয়ার কবিরের ছোট ভাই, নীলফামারী জজ কোর্টের এ্যাডভোকেট ফারহানা মাহ্বুব লাভলীর বাবা এবং এ্যাডভোকেট হাসনেন ইমাম সোহেলের শ্বশুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here